লেখক হিসেবে বইমেলায় চিত্রনায়িকা সিবা আলী খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩২

সিবা আলী খান মূলত মডেল ও অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ। তবে এবার এই অভিনেত্রীকে পাওয়া গেল লেখক হিসেবে।

সোমবার বিকাল চারটার দিকে এই চিত্রনায়িকা লেখক হিসেবে স্বশরীরে উপস্থিত হন অমর একুশে বইমেলায়।

মেলায় এসেছে তার প্রথম গল্পগ্রন্থ ‘আত্মা’। সাতটি ভৌতিক গল্প নিয়ে সাজানো হয়েছে তার গ্রন্থটি। বইটি প্রকাশ করছে ‘অন্বেষা প্রকাশন’।

সিবা আলী খান বলেন, বইমেলায় আমি নায়িকা হিসেবে নয়, লেখক হিসেবে এসেছি। এবারের মেলায় আজ প্রথম এলাম। এসে আমার প্রথম বই ‘আত্মা’ নিয়ে উৎসাহীদের সঙ্গে কিছু সময় কাটাচ্ছি। মেলায় এসে কী যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারব না।

বইটি সম্পর্কে তিনি বলেন, ‘বইয়ের প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখা। পাঠকরা বইটি পড়লে ভিউজ্যুয়াল ফিল পাবে। বিরক্ত হবেন না, বরং গল্পের শেষ পর্যন্ত উদগ্রীব হয়ে থাকবেন। পাঠকরা বইটি পড়লে নিরাশ হবেন না, এতটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি।

লেখালেখি নিয়ে সিবা বলেন, ছোটবেলা থেকে অনেক বই পড়ি আমি। কখনো ভাবিনি নিজে বই লিখব। যখন শর্ট ফিল্মের কাজ শুরু করি, তখন সেসবের গল্প আমার নিজের লিখতে হয়েছে। তারও আগে শর্ট ফিল্মের জন্য কয়েকটি ছোট গল্প লিখেছিলাম। এবার যখন শর্ট ফিল্মের জন্য গল্প লিখতে বসি, তখন মনে হলো আমিতো ছোট গল্পের বই লিখতে পারি। সেই ভাবনা থেকে বই লেখা।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু র‌্যাম্প মডেলিং দিয়ে হলেও ‘স্টোরি অব সামারা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী সিবা আলী খান। তারপর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায় কাজ করেছিলেন। এরপর নির্মাতা অনিরুদ্ধ রাসেলের ‘এনকাউন্টার ও ‘জামদানি’ সিনেমায় অভিনয় করেন তিনি। দুটি সিনেমাই এখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এমআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :