লেখক হিসেবে বইমেলায় চিত্রনায়িকা সিবা আলী খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩২
অ- অ+

সিবা আলী খান মূলত মডেল ও অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ। তবে এবার এই অভিনেত্রীকে পাওয়া গেল লেখক হিসেবে।

সোমবার বিকাল চারটার দিকে এই চিত্রনায়িকা লেখক হিসেবে স্বশরীরে উপস্থিত হন অমর একুশে বইমেলায়।

মেলায় এসেছে তার প্রথম গল্পগ্রন্থ ‘আত্মা’। সাতটি ভৌতিক গল্প নিয়ে সাজানো হয়েছে তার গ্রন্থটি। বইটি প্রকাশ করছে ‘অন্বেষা প্রকাশন’।

সিবা আলী খান বলেন, বইমেলায় আমি নায়িকা হিসেবে নয়, লেখক হিসেবে এসেছি। এবারের মেলায় আজ প্রথম এলাম। এসে আমার প্রথম বই ‘আত্মা’ নিয়ে উৎসাহীদের সঙ্গে কিছু সময় কাটাচ্ছি। মেলায় এসে কী যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারব না।

বইটি সম্পর্কে তিনি বলেন, ‘বইয়ের প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখা। পাঠকরা বইটি পড়লে ভিউজ্যুয়াল ফিল পাবে। বিরক্ত হবেন না, বরং গল্পের শেষ পর্যন্ত উদগ্রীব হয়ে থাকবেন। পাঠকরা বইটি পড়লে নিরাশ হবেন না, এতটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি।

লেখালেখি নিয়ে সিবা বলেন, ছোটবেলা থেকে অনেক বই পড়ি আমি। কখনো ভাবিনি নিজে বই লিখব। যখন শর্ট ফিল্মের কাজ শুরু করি, তখন সেসবের গল্প আমার নিজের লিখতে হয়েছে। তারও আগে শর্ট ফিল্মের জন্য কয়েকটি ছোট গল্প লিখেছিলাম। এবার যখন শর্ট ফিল্মের জন্য গল্প লিখতে বসি, তখন মনে হলো আমিতো ছোট গল্পের বই লিখতে পারি। সেই ভাবনা থেকে বই লেখা।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু র‌্যাম্প মডেলিং দিয়ে হলেও ‘স্টোরি অব সামারা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী সিবা আলী খান। তারপর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায় কাজ করেছিলেন। এরপর নির্মাতা অনিরুদ্ধ রাসেলের ‘এনকাউন্টার ও ‘জামদানি’ সিনেমায় অভিনয় করেন তিনি। দুটি সিনেমাই এখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এমআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা