পদযাত্রা কর্মসূচির অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪২
অ- অ+

রাজধানীতে আগামী ৯ ও ১২ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

মঙ্গলবার চিঠি দুটি ডিএমপি কমিশনারের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

৯ ফেব্রুয়ারি:

দশ দফা দাবি আদায়ে ৯ ফেব্রুয়ারি রাজধানীতে পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ডিএমপি কমিশনারকে দেওয়া চিঠিতে দক্ষিণ বিএনপি বলেছে, ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ হয়ে কমলাপুর, আরামবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব গিয়ে পদযাত্রা শেষ হবে।

১২ ফেব্রুয়ারি:

দশ দফা দাবি আদায়ে ১২ ফেব্রুয়ারি রাজধানীতে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ডিএমপি কমিশনারকে দেওয়া চিঠিতে উত্তর বিএনপি বলেছে, ১২ ফেব্রুয়ারি দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ থেকে শুরু হয়ে রিং রোড শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, বিআরটিসি বাসস্ট্যান্ড মোড় হয়ে বছিলা সাতরাস্তা মোড় গিয়ে শেষ হবে। এই কর্মসূচির বিষয়ে অবহিত ও সার্বিক সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/জেবি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা