মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুবৃর্ত্তরা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৮

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানকে (৬৫) কুপিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার রাত সোয়া ৯টার দিকে মাদারীপুর পৌর শহরের আছমত আলী খান সড়কের দুই নং শকুনী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আহতের ভাতিজা সজল খান এ ঘটনার পিছনে বর্তমান ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু তালুকদারকে দুষছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মজিবর রহমান খান রাত সোয়া ৯টায় দিকে শাক-সবজি কিনে সদর মডেল থানার সামনে থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। তিনি বাসার কাছে পৌঁছালে ৪ থেকে ৫ সদস্যের একদল মুখোশধারী দুর্বৃৃত্তরা তার গতি রোধ করে। তিনি কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারী লোকেরা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা ও দুই পায়ে জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে আহত চেয়ারম্যানের ভাতিজা সজল খান বলেন, ‘আমার কাকাকে কুপিয়ে আহত করা হয়েছে। তার অবস্থা গুরুতর। বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের ইন্ধনে এ হামলা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

পেয়ারপুর এলাকার জালাল হোসেন বলেন, ‘দুই বারের জনপ্রিয় চেয়ারম্যান মজিবর খানকে যে বা যারা মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর আহত করেছেন, তাদের কঠোর বিচার দাবী করি। আগামীতে যাতে এমন ঘটনা না ঘটে। আমরা দোষীর কঠোর বিচার দাবী করি।’

তবে এব্যাপারে পেয়ারপুরের বর্তমান চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু তালুকদারকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতের যেন সু-চিকিৎসা হয় সে ব্যাপারেও খেয়াল রেখেছি। কুপিয়ে আহতের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। হামলাকারীদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে।’

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :