বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে জুলেখা (৫৮) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলার গুনবহা ইউনিয়নের চর ধোপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের ছোট ছেলে মজিবর রহমান মোল্যা ঢাকায় চাকরি করেন। মজিবর রহমানের স্ত্রী আইরিন আক্তার স্থানীয় চাপলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করার সুবাদে গ্রামের বাড়িতে শাশুড়ি (জুলেখা) ও ছোট দুই ছেলেকে নিয়ে থাকতেন। নিহতের অপর ছেলে মশিউর রহমান গ্রামে কৃষিকাজ করেন। শুক্রবার সকালে স্কুল শিক্ষিকা আইরিন আক্তার দুই ছেলে নিয়ে বোয়ালমারীতে গিয়েছিলেন। সকাল ৯টার দিকে বাড়ি ফিরে দেখেন শাশুড়ি (জুলেখা) রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন