বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৮
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে জুলেখা (৫৮) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলার গুনবহা ইউনিয়নের চর ধোপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতের ছোট ছেলে মজিবর রহমান মোল্যা ঢাকায় চাকরি করেন। মজিবর রহমানের স্ত্রী আইরিন আক্তার স্থানীয় চাপলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করার সুবাদে গ্রামের বাড়িতে শাশুড়ি (জুলেখা) ও ছোট দুই ছেলেকে নিয়ে থাকতেন। নিহতের অপর ছেলে মশিউর রহমান গ্রামে কৃষিকাজ করেন। শুক্রবার সকালে স্কুল শিক্ষিকা আইরিন আক্তার দুই ছেলে নিয়ে বোয়ালমারীতে গিয়েছিলেন। সকাল ৯টার দিকে বাড়ি ফিরে দেখেন শাশুড়ি (জুলেখা) রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা