তুরস্কে নতুন করে দুটি ভূমিকম্প, ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৯

তুরস্কে নতুন করে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। উদ্ধারকারীরা আবারও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের সন্ধান করছে।

৬ দশমিক ৪ এবং ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পগুলো সিরিয়া সীমান্তের কাছে দক্ষিণ-পূর্বে আঘাত হানে, যেখানে ৬ ফেব্রুয়ারি বিশাল ভূমিকম্প উভয় দেশকে বিধ্বস্ত করেছিল। খবর বিবিসির।

আগের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৪৪০০০ মানুষ মারা গেছে এবং আরও কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সোমবার উভয় দেশেই এই কম্পনের ফলে দুর্বল হয়ে পড়া ভবনগুলো ধসে পড়ে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি সংস্থা বলেছে, ৬.৪ মাত্রার কম্পনটি স্থানীয় সময় রাত ৮টায় এ ঘটে। এর তিন মিনিট পরে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, এই ভূমিকম্পে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২১৩ জন আহত হয়েছেন।

তিনি জনগণকে সম্ভাব্য বিপজ্জনক ভবনগুলোতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন।

আন্তাক্যা শহরের রাস্তায় ভয় ও আতঙ্ক রয়েছে। সেখানে খারাপভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দেয়াল ধসে পড়েছে। অ্যাম্বুলেন্স এবং উদ্ধার কর্মীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দা মুনা আল-ওমর তার সাত বছরের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি ভেবেছিলাম আমার পায়ের নীচে পৃথিবী বিভক্ত হয়ে যাবে।’

নতুন ভূমিকম্পের সময় তিনি শহরের কেন্দ্রস্থলে একটি পার্কে একটি তাঁবুতে ছিলেন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :