বগুড়ায় কার কার্ডে কে নিচ্ছে টিসিবির পণ্য!

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩, ২২:০২
অ- অ+

বগুড়ার শিবগঞ্জে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত সুবিধাভোগীদের কার্ড ফেরত নিয়ে অন্যদের দেয়া হয়েছে টিসিবি কার্ড। প্রতিবার বিতরণের পর এসব কার্ড ফেরত নিয়ে অন্যদের বিতরণ করা হয় বলে জানা গেছে।

শুক্রবার সকাল থেকে মোকামতলা ইউনিয়নে রমজান উপলক্ষে বিতরণ করা হয় টিসিবি পণ্য।

সরেজমিনে মোকামতলা ইউনিয়ন পরিষদ চত্বরে গেলে দেখা যায়, টিসিবি পণ্য নিতে আসা বিভিন্ন এলাকার নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে আছেন। যাদের হাতে থাকা টিসিবি কার্ডের নামের সাথে তাদের নাম-ঠিকানার কোন মিল নেই।

এছাড়া টিসিবির কার্ডে নাম থাকা ব্যক্তিরা জানান, তাদের কার্ড ফেরত নেয়া হয়েছে। সেসব কার্ড অন্য ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে করে তারা কয়েক মাস যাবত টিসিবি পণ্য পাচ্ছেন না।

এসময় টিসিবি পণ্য নিতে আসা লাইনে দাঁড়ানো চাকলমা গ্রামের লিওন মিয়া জানান, আমার হাতে থাকা কার্ডটি আমার নয়। রফিকুল নামে এক ব্যক্তির নাম লেখা আছে কার্ডে।

মুরাদপুর গ্রামের বেলাল হোসেন নামের টিসিবি পণ্য নিতে আসা ব্যক্তির হাতে লক্ষ্মীপুর গ্রামের আসমা বেগম নামে এক ব্যক্তির কার্ড দেখা যায়।

এসময় বেলাল হোসেন জানান, আসমা বেগমকে চিনি না। এই কার্ড আমার নয়। আমার মতো সবার কাছেই এমন অবস্থা।

এ অবস্থায় টিসিবি পণ্য পাওয়া থেকে বঞ্চিতরা ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছেন। লস্করপুর পশ্চিম পাড়া গ্রামের মর্জিনা বেগম নামে এক নারী জানান, আমি টিসিবির কার্ড পেয়েছিলাম। সেই কার্ডে আমার নাম ও ছবি ছিল। প্রথমবার টিসিবি পণ্য নিতে গেলে ইউনিয়ন পরিষদে সেই কার্ড ফেরত নিয়েছে। আমি অসহায় দরিদ্র মানুষ। আমার স্বামী প্রতিবন্ধী।

কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের নাজিরা বেগম জানান, আমি স্বামী পরিত্যক্তা। আমার নামে টিসিবি কার্ড ছিল। সেই কার্ড ইউনিয়ন পরিষদে ফেরত নিয়েছে। এখন শুনছি, আমার কার্ড দিয়ে অন্যরা টিসিবি পণ্য কিনছে। আমি আর টিসিবি পণ্য পাই না।

মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সবুজের মুঠোফোনে কয়েকবার কথা বলার চেষ্টা করা হলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়।

মোকামতলা ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার গোলাম রব্বানী জানান, এসব বিষয়ে চেয়ারম্যানকে প্রশ্ন করেন। তারাই কার্ড বিতরণ করেছেন। তারাই জমা নিয়েছেন। এসময় তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি সদুত্তর দিতে পারেননি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা জানান, যদি কোন ধরনের অনিয়ম থাকে- তাহলে আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজাদ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ঘরে ফিরেছেন, কিন্তু বাঙ্কার রেখেছেন, ‘ভারতের উপর বিশ্বাস নেই'
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ বাংলাদেশি
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা