মহান স্বাধীনতা দিবসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জাতীয় পতাকার অবমাননা!

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ২২:৫০

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতীয় পাতাকা অবমাননার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের দিনও জাতীয় পতাকা নামানো হয় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। এই নিয়ে এলাকার সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে সদর হাসপাতাল চত্বরে গেলে দেখা যায়- জাতীয় পতাকা উড়ছে। সাংবাদিকরা ছবি তোলার পর ৭টা ২৫ মিনিটে জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স শফিউদ্দিন শফি তড়িঘড়ি করে জাতীয় পতাকা নামাতে শুরু করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইফতার করতে গিয়ে জাতীয় পতাকা নামাতে দেরি হয়েছে।

সূত্রে জানা গেছে, মাঝে মধ্যেই সদর হাসপাতালে জাতীয় পতাকা সন্ধ্যার পর নামানো হয়। অথচ জাতীয় পতাকা নামানোর নিয়ম সূর্যাস্তের আগেই।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ্ আকরাম দোলন জানান, জাতীয় পতাকা নামানোর নিয়ম তো আগেই, হয়তো জরুরি বিভাগের লোকজন পতাকা নামাতে ভুলে গিয়েছিল।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :