পশ্চিমা শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সংঘাত দীর্ঘ হবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ১২:০৭

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শত্রুভাবাপন্ন দেশগুলো পরোক্ষ যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালিয়ে যাবে বলে মনে করছে মস্কো। ফলে সংঘাতও দীর্ঘকাল চলতে থাকবে। আর এ জন্য নিজেদের সেভাবে প্রস্তুত থাকার কথাও বলেছে দেশটি।

রুশ প্রেসিডেন্টের আবাসিক কার্যালয়- ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বুধবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই ভবিষ্যদ্বাণী করেন।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ কতদিন ধরে চলবে- এমন প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। পেসকভ বলেন, “আপনি যদি বৃহত্তর পরিসরে একটি যুদ্ধের কথা বুঝিয়ে থাকেন, শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সংঘাত এবং আমাদের দেশের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ প্রসঙ্গে কথা বলেন তাহলে তা বহুকাল ধরে চলবে।”

তিনি আরও বলেন, “এখানেই আমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে এবং শক্তপোক্তভাবে প্রেসিডেন্টের চারপাশে লেগে থাকতে হবে।”

এছাড়া, রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার আলাদা এক বক্তব্যে বলেছেন, তার দেশ এখন আর ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ নিজের পরমাণু অস্ত্র সম্পর্কিত কোনো তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করছে না। তিনি বলেন, গতমাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তি স্থগিত রাখার পর থেকে এই প্রক্রিয়া বন্ধ রয়েছে।

ঢাকাটাইমস/৩০মার্চ/ ইএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :