বাংলাদেশে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ সম্পর্কে জানেই না বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ১৭:২৫
অ- অ+

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়া কাপের নিজেদের ম্যাচগুলো বাংলাদেশের খেলবে ভারত। আবার ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলো নাকি বাংলাদেশের খেলবে পাকিস্তান। অথচ এ বিষয়ে কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

সম্প্রতি ক্রীড়া ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর একটি প্রতিবেদনকে ঘিরে বেশ আলোচনা হচ্ছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন এশিয়া কাপ থেকে সরে যাচ্ছে না ভারত। আবার ভেন্যু হিসেবে থাকছে পাকিস্তানই। কেবল নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো খেলবে ভারত। অন্য ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানেই।

একইভাবে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতে খেলবে না পাকিস্তান। সেই ম্যাচগুলো নাকি বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে।

তবে এ বিষয়ে কিছুই জানে না বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কিছুই জানি না। পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো বাংলাদেশের হবে কিনা এ নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।’

(ঢাকাটাইমস/৩০মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা