চুয়াডাঙ্গায় ইজিবাইক চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিরিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৩, ১৬:২৯
অ- অ+

চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইক চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে চারটি চোরাই ইজিবাইক ও ইজিবাইকের অংশ বিশেষ, যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।

এর আগে রবিবার রাত সাড়ে ১২টা থেকে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও এসব উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার চোরচক্রের সদস্যরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বকশিপুর খালপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সালেদুজ্জামান সালেদ (২২), কুষ্টিয়া কাটাইখাল মোড়ের মৃত আব্দুল শেখের ছেলে শাহিন হোসেন (২৫), কুষ্টিয়া কুমাখালী শানপুকুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে হেলাল (৩৪), কুষ্টিয়া বাড়াদি খালপাড়ের আব্দুল কুদ্দুসের ছেলে সিজান আহম্মেদ রনি (২৮)।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, ইজিবাইক চুরি হওয়ার ঘটনায় রবিবার রেজাউল মালিতা (৪৪) নামে এক ইজিবাইক চালক বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। এরপর চোরচক্রকে ধরতে অভিযানে নামে পুলিশ।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন আরও জানান, গত ৮ এপ্রিল চুয়াডাঙ্গা শহরে ঝিনাইদহ বাস টার্মিনাল মসজিদের সামনে রাস্তার পাশে রেখে জোহরের নামাজ আদায় করতে গেলে তার ইজিবাইক চুরি হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদে রবিবার রাতে অভিযান চালিয়ে সালেদুজ্জামান সালেদকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে ইজিবাইকসহ চুয়াডাঙ্গা থেকে চুরি হওয়া আরও তিনটি ইজিবাইক, ইজিবাইকের অংশবিশেষ ও যন্ত্রাংশসহ তাদের গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা