সাতক্ষীরায় ড. কাজী এরতেজা হাসানের পক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) শহরের সুলতানপুর কাজীপাড়ায় অবস্থিত হেদায়েত মঞ্জিলে ঈদ উপহার বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক এবং এফবিসিসিআইর পরিচালক ড. কাজী এরতেজা হাসানের পক্ষে ঈদ উপহার বিতরণ করেন তার মা মোছা. আজিজা মান্নান।
এ প্রসঙ্গে ড. কাজী এরতেজা হাসান বলেন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যে, খোঁজ খবর নিয়ে তাদের মাঝে ইফতারসামগ্রী, ঈদ উপহার দিয়েছি। রমজানে সম্মানিত মুসুল্লি, হাফেজ ও এতিমদের মাঝে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় ইফতার বিতরণ করেছি। বৃদ্ধাশ্রমে থাকা অসহায়দের ইফতার ও বস্ত্র বিতরণসহ সমাজে হতদরিদ্রদের মাঝে আমার সাধ্যানুযায়ী ঈদ উপহার দিয়ে আসছি।
ড. এরতেজা বলেন, আমরা বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিলগ্নে বিভিন্ন দুর্যোগে সংকটাপন্ন ব্যক্তিদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/কেএম)

মন্তব্য করুন