প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি রোমেল গ্রেপ্তার

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৩, ১৬:৫১
অ- অ+

তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় অন্যতম সাজাপ্রাপ্ত আসামি খালেদ মঞ্জুর রোমেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরে বেলতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় প্রেসব্রিফিং করে র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট প্রধানমন্ত্রী একজন ধর্ষিতাকে দেখতে এসেছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালে। ভিকটিমকে সান্ত্বনা দিয়ে ফেরার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় তাঁর গাড়িবহর পথরোধ করে সন্ত্রাসীরা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ কতিপয় সন্ত্রাসী গাড়িবহরে হামলা চালায়। গ্রেপ্তারকৃত আসামি খালেদ মঞ্জুর রোমেল অপরাধীদের মধ্যে অন্যতম। তিনি (মামলার ২৪ নম্বর আসামি) তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ফলে ১০-১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তাছাড়াও উক্ত সন্ত্রাসীর বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজী, প্রাণনাশের চেষ্টাসহ একাধিক মামলা চলমান রয়েছে।

আসামি খালেদ মঞ্জুর রোমেল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় গত গেল ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ বিচারক আসামি খালেদ মঞ্জুর রোমেলসহ ৪৮ জনকে সাজা প্রদান করেন।

বুধবার প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বেলতৈল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি খালেদ মঞ্জুর রোমেলকে (৪২) গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এআর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা