শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৩, ১৯:৪০
অ- অ+

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে অন্তর নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কুচনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তর ওই গ্রামের হারুন মিয়ার একমাত্র ছেলে ও কুরুয়া হাসমত আলী কিন্ডার গার্ডেন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। হারুন মিয়ার এক ছেলে ও এক মেয়ের মধ্যে রতন ছোট।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানায়, বিকালে আকস্মিকভাবে প্রচণ্ড ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় অন্তর তাদের বসতবাড়ির জানালা দরজা বিহীন একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ ওই ঘরের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই রতন মারাত্মকভাবে আহত হয়।

পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

(ঢাকাটাইমস/১১মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা