উপকূল অতিক্রম করছে মোখা: সেন্টমার্টিনে বৃষ্টি ও ঝড়ো বাতাস

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৩, ১১:২০
অ- অ+

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল রূপে কক্সবাজার উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা টেকনাফের সেন্টমার্টিনে রবিবার বেলা ১১টার দিকে বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।

এর আগে এদিন সকালে রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়া অধিদপ্তরে এক বিফ্রিংয়ে জানানো হয়, মোখা আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে রবিবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কক্সবাজার ও মায়ানমার উপকূল অতিক্রম করবে। এছাড়া ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি দুপুর নাগার উপকূল অতিক্রম করবে।

একই সঙ্গে কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত বলবত থাকছে।

জানা গেছে, উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেতের পর থেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা। ইতোমধ্যে অনেকে টেকনাফের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। যারা সেন্টমার্টিন রয়ে গেছেন, তারা সেখানকার ৩৭টি আশ্রয়কেন্দ্রে আছেন।

আরও পড়ুন: মোখার অগ্রভাগ উপকূলে আঘাত হানতে শুরু করেছে

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ঢাকাটাইমসকে বলেন, রবিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সঙ্গে হালকা বাতাস শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা