জামালপুরে ভুট্টাক্ষেতে মিলল হাত বাঁধা নারীর মরদেহ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৩, ২২:০৪
অ- অ+

জামালপুরের মাদারগঞ্জে ভুট্টাক্ষেত থেকে হাত বাঁধা অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকার একটি ভুট্টাক্ষেতে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জামালপুর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশের পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হবে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার করে কেউ লাশ ভুট্টাক্ষেতে ফেলে গেছে। এছাড়াও নিহতের হাত-পাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা