মেসির সঙ্গে পিএসজি ছাড়ছেন রামোস

মৌসুমের শেষে লিওনেল মেসি যে পিএসজি ছাড়বেন সেটা অনেকটা নিশ্চিত। এবার তার সঙ্গে পিএসজি ছাড়ার কথা শোনা যাচ্ছে অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের। ফরাসি চ্যাম্পিয়ন ক্লাব সূত্র থেকে সম্প্রতি এই ঘোষণাই দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেছেন, ‘যে দুই বছর রামোস আমাদের সঙ্গে কাটিয়েছেন সেজন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। নেতৃত্ব, টিম স্পিরিট ও পেশাদারীত্বের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে অভিজ্ঞতার মিশেলে সার্জিও একজন সত্যিকারের ফুটবল কিংবদন্তীতে পরিণত হয়েছেন। প্যারিসে তাকে পাওয়াটা আমাদের জন্য সত্যিই সৌভাগ্যের। ক্লাবের প্রত্যেকেই তার প্রতি শুভকামনা জানিয়েছে।’
লিগ ওয়ান মৌসুমের শেষ ম্যাচে ক্লেমন্টকে আতিথ্য দেবার একদিন আগে রামোসের দল ছাড়ার এই ঘোষণা এলো। পার্ক ডি প্রিন্সেস ছাড়ার পথে ২০২২ বিশ্বকাপ জয়ী মেসির সঙ্গে রামোস যোগ হলেন। একই সঙ্গে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়েও গুঞ্জন রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রামোস লিখেছেন, ‘আগামীকাল আমার একটি বিশেষ দিন। পিএসজিকে বিদায় জানাচ্ছি, জীবনের আরও একটি পর্যায়কে বিদায় জানাচ্ছি। আমি জানিনা সব জায়গায় বাড়ির মত অনুভূতি হয় কিনা। কিন্তু নি:সন্দেহে পিএসজি, এখানকার সর্মথক এবং প্যারিস আমার কাছে সেই ধরনের অনুভূতি উপহার দিয়েছে। বিশেষ দুটি বছরের জন্য অনেক ধন্যবাদ। এই সময়টাতে আমি প্রতিটি টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছি, আমার শতভাগ দেবার চেষ্টা করেছি।’
(ঢাকাটাইমস/০৩জুন/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

পাকিস্তানের বিশ্বকাপ দলে হাসান

বাংলাদেশে ই-স্পোর্টসের প্রসার চায় এমএলটি ফাউন্ডেশন

মেসির আক্ষেপ

ফের জয়বঞ্চিত নেইমারের আল হিলাল

পিছিয়ে পড়েও জিতল লিভারপুল

ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পুলিশ: আইজিপি

বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত

বৃষ্টির পর খেলা শুরু হতেই কিউই শিবিরে মুস্তাফিজের জোড়া আঘাত

বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ গড়াল ৪২ ওভারে
