মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ১০:৪৫| আপডেট : ০৭ জুন ২০২৩, ১২:৪৭
অ- অ+

মেহেরপুরের গাংনী উপজেলায় মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম তাসলিমা খাতুন (৩১) ও তার ১৬ মাস বয়সী শিশু কন্যার নাম মাহী আক্তার। নিহত তাসলিমা ও মাহী হাড়াভাঙ্গা গ্রামের মিন্টু রহমানের স্ত্রী ও কন্যা।

স্থানীয় ইউপি সদস্য মহিবুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যুর বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। সেখানে শুনেছি শিশু কন্যা মাহী ঘরে খেলতে খেলতে বিদ্যুতায়িত হয়। তখন মাহীকে ছাড়াতে গিয়ে মা তাসলিমাও বিদ্যুতায়িত হয়। পরে প্রতিবেশীরা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কাজিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম হুসাইন মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে মা ও মেয়ের দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

গাংনী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শাহিন আলম জানান, বিষয়টি স্থানীয়রা থানায় অবহিত করলে ওসি ঘটনাস্থলে যান। ঘটনার প্রাথমিক তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/০৭জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা