ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিং) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ২০:০৩

বকেয়া বেতনের দাবিতে মাহদীন সোয়েটার লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (৮জুন) বিকেলে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

পরে স্থানীয় প্রশাসন, পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাহদীন সোয়েটার লিমিটেডের শ্রমিকরা মে মাসের বেতন পরিশোধ করেননি মিল কর্তৃপক্ষ। বারবার বেতন পরিশোধের তারিখ দিয়ে টালবাহানা করছেন তাঁরা। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে একপর্যায়ে তারা আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তীব্র গরম মহাসড়কের যানবাহনে থাকা যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহাম্মেদ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান ও ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেনসহ কোম্পানির কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবী মেনে নেয় কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন।

(ঢাকাটাইমস/৮জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :