জামালপুরে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৪

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইটাইল ইউনিয়নের রানাগাছা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সোলায়মান (৫৫), সদর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবাহান আলীর ছেলে জয়নাল (৪২), ফয়েজ উদ্দিনের ছেলে অটোরিকশা চালক সাহেদ আলী (৫৫)।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- রানাগাছা গ্রামের আহেদ আলীর ছেলে হানিফ (৫৮), শফিকুল (৫৫), মৃত হাসমত ফারাজির ছেলে খলিল (৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা নুরুন্দি থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। রানাগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন নিহত ও তিনজন আহত হন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/০৯জুন/এসএ/ইএস)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

চুয়াডাঙ্গায় ব্রিজে ঝুলছিল পল্লী চিকিৎসকের মরদেহ

স্ত্রীকাণ্ডের পর আক্কেলপুর ইউএনও ওএসডি

বরিশালে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু

রূপপুর যাচ্ছে ইউরেনিয়ামের প্রথম চালান

চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার টাকার জন্য ছোটভাইকে কুপিয়ে খুন

রূপপুরে ইউরেনিয়াম পৌঁছাবে শুক্রবার: বন্ধ থাকবে পাবনা-ঢাকা বাস চলাচল

১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

সিদ্ধিরগঞ্জে ভাগিনার মরদেহ দেখে মামার মৃত্যু

প্রধানমন্ত্রী জন্মদিনে গাজীপুরে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের দোয়া আয়োজন
