জামালপুরে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৪

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১৬:৩৩| আপডেট : ০৯ জুন ২০২৩, ১৭:০৬
অ- অ+

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইটাইল ইউনিয়নের রানাগাছা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সোলায়মান (৫৫), সদর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবাহান আলীর ছেলে জয়নাল (৪২), ফয়েজ উদ্দিনের ছেলে অটোরিকশা চালক সাহেদ আলী (৫৫)।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- রানাগাছা গ্রামের আহেদ আলীর ছেলে হানিফ (৫৮), শফিকুল (৫৫), মৃত হাসমত ফারাজির ছেলে খলিল (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা নুরুন্দি থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। রানাগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন নিহত ও তিনজন আহত হন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
জবিতে বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে গেটলক কর্মসূচি
গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা