সরকারের ভেতরে কাপন ধরেছে: আহ‌মেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১০ জুন ২০২৩, ১৯:৪০ | প্রকাশিত : ১০ জুন ২০২৩, ১৯:৩৯

‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার লণ্ডভণ্ড হয়ে গেছে, সরকারের ভেতরে কাপন ধরে গেছে, আর রক্ষা নাই’- এই মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শ‌নিবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ ইয়ূথ ফোরাম’-এর আয়োজনে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারসহ সব কারাবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় আযম খান এসব ব‌লেন।

আযম খান বলেন, ‘সিরাজুল আলম খানের জানাযায় সরকারের কোনো আয়োজন ছিল না। অথচ বলে বেড়ায় মুক্তিযুদ্ধের লালন করছে। সরকারের দ্বিমুখী দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সরকার গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব লন্ডভন্ড করে দিয়েছে। সারা বাংলাদেশের মানুষের দাবি এই সরকারের কানে পৌছে না। সরকার এখন জোর করেই ক্ষমতায় থাকতে চায়। সরকার দেখছে ১৫ বছর যাবত ক্ষমতায় আছি কেউ তো কিছু করতে পারছে না। কারোর কথাই সরকারের কানে পৌঁছায় না। তারা একক কর্তৃত্ববাদী অপশাসন কায়েম করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। দিনের ভোট রাতে চুরি করে নিয়ে দেশে রাম রাজত্ব কায়েম করছে। আইনমন্ত্রী সংসদে বলেছে কমিশন থেকে চিঠি এসেছে আর যেন কাউকে হয়রানিমূলক মামলা না দেওয়া হয়।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান ব‌লেন, ‘সরকার লন্ডভন্ড হয়ে গেছে আর এই সরকারের রেহাই নাই। সরকারের ভেতরে কাপন ধরে গেছে আর রক্ষা নাই। সরকারের এমপি মন্ত্রী সকলেরই ঠিকানা আছে আমেরিকার মুলুকে। সরকারের কথা আবারও আমরা কারচুপি করে ক্ষমতায় যেতে চাই।’

আযম খান ব‌লেন, ‘আমেরিকা স্পষ্ট করে বলে দিয়েছে যে বাইরের সরকারের নীতি হলো সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা করা। আমেরিকা বুঝতে পেরেছে এবারও দিনের ভোট রাতে করতে চায়। সরকার বলছে আমেরিকায় যাবে না। তাহলে কোথায় যাবেন? কীভাবে ২০২৪-এর নির্বাচনে ভোট চুরি করবে- এ নিয়ে মহাষড়যন্ত্রে লিপ্ত আছে। সরকার নির্বাচনের নতুন কৌশল খুঁজছে। সরকার গণতন্ত্র মঞ্চের ঢাকা থেকে দিনাজপুর রোড মার্চের সব সমাবেশে বাধা দিয়েছে।’

‘সরকার কাউকে সহ্য করতে পারছে না। এই সরকার স্বপ্নেও দেখছে গদি নাই। দেশের ১৮ কোটি মানুষ বিএনপি'র সাথে একত্বতা ঘোষণা করেছে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান দশ দফা ঘোষণা করেছে প্রথম দফা এই সরকারের পদত্যাগ। সরকার মনে করেছে জনগণের ভোট কেড়ে নেবে সে চিন্তা আর হবেনা। এই সরকারকে পদত্যাগ করতেই হবে।’ বলেন আযম খান।

আইনমন্ত্রী বলেছেন নির্বাচনের আগে আর কারও নামে হয়রানিমূলক মামলা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘অনতিবিলম্বে যেসব মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা আছে তা প্রত্যাহার করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে আসুন, নইলে যতই সংলাপের কথা বলুন কাজ হবে না। গোটা দেশের মানুষকে বিপদে ফেলে সংলাপ করবেন এটা হবে না। জাতির কাছে ক্ষমা চান।’

জাতীয় পার্টির (কাজীজাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন বলেন, ‘আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে কেটে নিয়ে সরকার গঠন করে। এত বুদ্ধি শেখ হাসিনার মাথায়। এজন্য তাকে ডবল সারপ্রাইজ দেওয়া যায়। প্রধানমন্ত্রী ডাক্তার জোবায়দার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশের বাইরে রেখেছেন। প্রধানমন্ত্রীকে বলি, মানুষকে যতই বেজ্জতি করেন, আপনার জন্য বেজ্জতি অসম্মান অপেক্ষা করছে। এখন আমাদের এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ।’

সংগঠনের সভাপতি সাইদুর রহমান সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা রাশেদা আক্তার হীরা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, মৎস‌জীবী দ‌লের সদস‌্য ঈসমাইল হো‌সেন সিরাজীসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/১০জুন/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

খুলনায় গির্জায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপি নেতা বকুলের সহায়তা

শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচারে সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না: খেলাফত মজলিস

আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার

ট্রেন দুর্ঘটনায় আহত আনু মুহাম্মদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের

আসুন সিদ্ধান্ত নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই: ড. কামাল হোসেন

এই বিভাগের সব খবর

শিরোনাম :