এবি পার্টি নেতা খালিদ হাসানের গ্রেপ্তারে দলীয় নেতাদের নিন্দা, মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৪, ১৮:৫৭
অ- অ+

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন দলের আহ্বায়ক ও সদস্য সচিব।

শুক্রবার গণ্যমাধ্যমে এক প্রতিবাদি বিবৃতি পাঠিয়েছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্র আন্দোলনে সরকারি পেটুয়া বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যাকারীদের বাঁচাতে চিরুনি অভিযানের নামে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণ গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কাকরাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

নেতৃদ্বয় অবিলম্বে এবিএম খালিদ হাসানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

(ঢাকাটাইমস/২৬জুলাই/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা