এবি পার্টি নেতা খালিদ হাসানের গ্রেপ্তারে দলীয় নেতাদের নিন্দা, মুক্তি দাবি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন দলের আহ্বায়ক ও সদস্য সচিব।
শুক্রবার গণ্যমাধ্যমে এক প্রতিবাদি বিবৃতি পাঠিয়েছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্র আন্দোলনে সরকারি পেটুয়া বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যাকারীদের বাঁচাতে চিরুনি অভিযানের নামে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণ গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কাকরাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
নেতৃদ্বয় অবিলম্বে এবিএম খালিদ হাসানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
(ঢাকাটাইমস/২৬জুলাই/জেবি/এসআইএস)

মন্তব্য করুন