সাংবাদিক সাঈদ খানকে গ্রেপ্তারে ডিআরইউর উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এক বিবৃতিতে ডিআরইউর সাবেক কার্যনির্বাহী সদস্য হাফিজ আল আসাদকে (সাঈদ খান) গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, ডিআরইউর সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। তারা যাতে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যেন অহেতুক হয়রানির শিকার না হন সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
ডিআরইউর সদস্য সাঈদ খানের স্ত্রী ডিআরইউকে জানান, তার স্বামীকে পুলিশ পরিচয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে বাসা থেকে তুলে নেওয়া হয় এবং শুক্রবার তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আমরা তার ন্যায়বিচার দাবি করি।
(ঢাকাটাইমস/২৬জুলাই/কেএম)