মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৩, ১০:৪৬
অ- অ+

মানিকগঞ্জের শিবালয়ে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৬২ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার উপজেলার কলাগাড়িয়া ও দক্ষিণ তেওতা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

আটকৃতরা হলেন- শিবালয় উপজেলার কলাগাড়িয়া গ্রামের মো. শিমুল আহমেদ ও দক্ষিণ তেওতা গ্রামের গনি কাজী।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জে শিবালয় উপজেলার কলাগাড়িয়া ও দক্ষিণ তেওতা গ্রামে উপ-পরিদর্শক হাকিম মোল্লা ও আসাদ মিয়া অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেন। এ সময় শিমুলের কাছ থেকে ২৭ গ্রাম ও গনি কাজীর কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ ২০ হাজার টাকা।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ শিবালয় থানায় পৃথক দুটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদককারিদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৪জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলি
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা