কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে লিটনও

খেলা ডেস্ক
ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ জুন ২০২৩, ১৬:২২

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যাবেন- সেটা আগেই জানা গিয়েছিলো। এই টুর্নামেন্টে যুক্ত হলো আরও এক বাংলাদেশির নাম। দল পেয়েছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার লিটন কুমার দাসও।

বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটার খেলবেন সারে জাগুয়ারসের হয়ে। এই টুর্নামেন্টে সাকিব খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিগায়ে। লিটনের সারে জাগুয়ার্স ও সাকিবের মন্টিয়েল টাইগার্স ছাড়াও রয়েছে মিসিসাউগা প্যানথারস, ব্রাম্পটন উলভস, ভ্যাঙ্কুভার নাইটস ও টরন্টো ন্যাশনালস।

লিটনের দলে আরও রয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ও পাকিস্তানের ইফতিখার আহমেদ। এছাড়া রয়েছেন জেসন বেহেরেনদরফ, মোহাম্মদ হারিস, করিম জানাত ও সন্দ্বীপ লামিচানে।

এছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নেবেন শোয়েব মালিক, ক্রিস গেইল, মোহাম্মদ রিওয়ান, কলিন ডি গ্র্যান্ডহোম, হরভজন সিং, টিম সাউদি, রাসি ফন ডার ডুসেন, শহীদ আফ্রিদি, ফজল হক ফারুকি, আন্দ্রে রাসেল, মোহাম্মদ ওয়াসিম, নাভিন-উল-হকের মতো ক্রিকেটাররা।

(ঢাকাটাইমস/১৪জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :