বিএনপির আমলে দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: প্রধানমন্ত্রী

কমরেড খোন্দকার, জেনেভা (সুইজারল্যান্ড) থেকে
| আপডেট : ১৬ জুন ২০২৩, ১৩:৩২ | প্রকাশিত : ১৬ জুন ২০২৩, ০৯:৪৩

বিএনপি সরকারের আমলে বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার জেনেভায় হোটেল হিলটনের হলরুমে সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের আমলে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। জঙ্গিবাদ সৃষ্টি ও আমাদের ২১ হাজার নেতাকর্মীর ওপর নির্যাতন চলতে থাকে। পাকিস্তানিরা যেভাবে একাত্তরে নারীদের ওপর নির্যাতন চালিয়েছিল, ঠিক সেরকম অত্যাচার আমাদের নারীদের ওপর চালানো হয়।’

‘সত্যি কথা বলেছিলাম বলেই আমাকে গ্রেপ্তার করা হয়’ এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আমি বিদেশে থাকাকালে আমার ওপর মার্ডার কেস দিয়ে ওয়ারেন্ট ইস্যু করে তত্ত্বাবধায়ক সরকার।’

শেখ হাসিনা দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করে আবারও উন্নয়নের মহাসড়কে তুলেছে।’

বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি’- বলেন প্রধানমন্ত্রী।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডেল্টা ২১০০ পরিকল্পনা প্রণয়ন করেছি। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

এসময় শেখ হাসিনা বলেন, তার চাওয়া-পাওয়ার কিছু নেই। তিনি এতিম, নিঃস্ব ও রিক্ত হয়ে দেশে এসেছিলেন কেবল বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য। এখন তিনি অন্তত এটুকু বলতে পারেন, দেশের মানুষের জন্য দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থাটা করতে পেরেছেন। তাদের জীবনমান উন্নত করার পদক্ষেপ নিয়েছেন। গৃহহীনকে ঘরবাড়ি করে দিচ্ছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করেছেন। রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থার উন্নয়ন করেছেন।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশে আর কোনো গৃহহীন, ভূমিহীন মানুষ থাকবে না। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। বাংলাদেশের কোনো মানুষ অন্নহীন থাকবে না।’

আরও পড়ুন>>সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নজরদারি বাড়াচ্ছে সরকার

বিএনপি ও এর নেতাদের ভোটচোর আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক জিয়া ভোটচোর ছিলেন, তার মা ভোটচোর, আমাদের ভোটচোর বলার সাহস হয় কী করে?’

সরকারপ্রধান বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোট কারচুপি করে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সব সময় দেশ ও দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো ক্ষমতা দখল বা চুরি করে ক্ষমতায় আসেনি।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের উন্নতির মূল কারণ আওয়ামী লীগের দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা। জনগণের ভোটের জন্যই সেটা সম্ভব হয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দেশের জনগণ তাদের ভোটের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন। আমরা জনগণকে সচেতন করেছি। সঠিক সময়ে নিয়মতান্ত্রিকভাবে সঠিক সময়ে নির্বাচন হবে। ইনশাআল্লাহ আগামীতে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় আসব।’

প্রবাসীদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যেকোনো সমস্যায় আমাদের প্রবাসীরা সবসময় ভূমিকা রেখে আসছে। আগরতলা মামলায় জাতির পিতাকে যখন আটক করা হয় তখন প্রবাসীরা এর বিরুদ্ধে ব্যাপক ভূমিকা রাখে।’

শেখ হাসিনা বলেন, ‘তাদের (প্রবাসী) পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতিতে অবদান রাখছে।’

এসময় বৈধ পথে দেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘সামান্য একটু বেশি পাওয়ার লোভে অনেক সময় বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়। সেটা আপনাদের বিবেচনায় থাকা উচিত।’

ধোঁকায় পড়ে বিদেশে গিয়ে বিড়ম্বনার শিকার না হয়ে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশে যাওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীসহ ইতালি, পর্তুগাল, জার্মান, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, স্পেন, পোল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, মাল্টা, নেদারল্যান্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৎ

শেখ হাসিনা আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় দেশের উদ্দেশ্যে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। শনিবার তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

(ঢাকা টাইমস/১৬জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :