স্রোতে ভেসে নিখোঁজ: মায়ের পর মিলল এক শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
| আপডেট : ২৩ জুন ২০২৩, ০৯:৪৪ | প্রকাশিত : ২৩ জুন ২০২৩, ০৯:৪১

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যাওয়া মাসহ দুই শিশু নিখোঁজের ঘটনার তিনদিন পর শিশু জবা রাণী দাসের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৃহত্তর ছায়ার হাওরের খালিয়াজুড়ি সীমানার (নেত্রকোনা জেলার) হুনাকান্দা নামক স্থান থেকে উদ্ধার করা হয়।

শিশু জবা রাণী শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের মেয়ে।

গত মঙ্গলবার (২০ জুন) ছায়ার হাওরের মাউতি বিলের পূর্ব পাড় থেকে রথীন্দ্র দাসের স্ত্রী নিখোঁজ দুর্লভ রানী দাস (৩০) এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। এখনও রথীন্দ্র দাসের শিশু ছেলে বিজয় দাস (৫) নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১টায় দিকে নিখুঁজ শিশুর মরদেহ খালিয়াজুড়ি সীমানার (নেত্রকোনা জেলার) হুনাকান্দা নামক স্থানে দেখে এলাকাবাসী খালিয়াজুড়ি থানা পুলিশকে খবর দেয়। পরে শাল্লা থানা পুলিশকে জানালে রথীন্দ্র দাসকে সঙ্গে নিয়ে জবা রাণী দাসের মরদেহটি সনাক্ত করে উদ্ধার করে আনা হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ আমিনুল ইসলাম জানান, ছায়ার হাওরের খালিয়াজুড়ি সীমানা থেকে জবা রাণীর লাশ উদ্ধার করা হয়েছে। ছেলে বিজয় দাসের সন্ধান এখনো পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৩জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :