চাঁপাইনবাবগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৩, ১১:৩১
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজের টোল প্লাজার সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বোদ্য ডোলডোপ গ্রামের সামছুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৩১), শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গুফুরিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে নাসরিন আক্তার (৩২)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিদ তৌকির সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা ব্রিজ টোল প্লাজার সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি কালো কালারের প্রাইভেট কারকে থামিয়ে তল্লাশি চালালে ৫০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুজন হাতেনাতে আটক করা হয়। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: বরিশালে লাশবাহী গাড়িতে মিলল ১০ কেজি গাঁজা, আটক দুই

তিনি জানান, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

(ঢাকাটাইমস/২৬জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা