বগুড়ায় আটক দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

মধ্যরাতে আটক হওয়া বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে করা পৃথক তিন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় রাতে সদর থানায় মামলা তিনটি করা হয়। তিন মামলারই বাদী পুলিশ।
এর আগে বুধবার সকালে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা দাবি করেন, রাত সোয়া ৩টায় মাজেদুর রহমান জুয়েলকে পুরান বগুড়ার বাড়ি থেকে এবং রাত সাড়ে ৩টায় শহরের সূত্রাপুরের বাসা থেকে আলী আজগর তালুকদার হেনাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, মঙ্গলবার বিএনপির কর্মসূচি থেকে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। এই ঘটনায় দুটি মামলা হয়েছে। বগুড়া সদর পুলিশ ফাঁড়িতেও তাণ্ডব চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় আরও একটি মামলা হয়েছে। তিন মামলায় মোট ৮৯ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অনেকের নাম উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখন নাম প্রকাশ করা হবে না।
এদিকে ২২ জনের নাম উল্লেখ করে বগুড়ার দুপচাঁচিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন শাহ ফতেহ আলী পরিবহনের (বাস) চালক মো. ফেরদৌস। এই মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ।
(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএ)

মন্তব্য করুন