কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল, আটক ৪

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, আটক দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় একজন শিবিরের কর্মীসহ ৪ জামায়াত কর্মীকে আটক করে সদর থানা পুলিশ।
রবিবার সকাল ৮টার দিকে কুড়িগ্রাম বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে শহরের পশুর মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ ঘর মোড়ে গিয়ে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত পথসভা করে দলটির নেতাকর্মীরা। এতে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য দেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সম্পাদক মাওলানা আব্দুল হামিদ মিয়া, কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, শহর জামায়াতের আমির আব্দুস সবুর খান, জেলা শিবিরের সভাপতি মোকসেদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
ঝটিকা মিছিলটি প্রায় ৩০ মিনিট ধরে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে। অন্যদিকে মিছিলে যোগদানের সময় শহরের ভোগডাঙ্গা থেকে আসা জামায়াতের কর্মীদের পুলিশ বাধা দিলেও পরে বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলে যোগদান করেন। মিছিল শেষে ফেরার পথে সকাল ১০টার দিকে একজন শিবিরের কর্মীসহ ৪ জামায়াত কর্মীকে আটক করে সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের শিবির কর্মী জাবিউর রহমান (২২), ৩নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম (৪৯), ইউনিয়ন যুব সেক্রেটারি নুরুল ইসলাম (৪৭) ও ঘোগাদহ ইউনিয়নের কর্মী সামছুল হক (৩৫)।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এমআর সাঈদ জানান, 'আটক ৪ জামায়াত-শিবিরের কর্মীর নামে পূর্বে মামলা থাকায় আমরা তাদের আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।'
(ঢাকাটাইমস/৩০জুলাই/এসএ)

মন্তব্য করুন