পাওনাদারদের ভয়ে লাইভে এসে যুবকের নদীতে ঝাঁপ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৩, ১৫:২৪| আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৫:৪০
অ- অ+

পাওনাদারদের ভয়ে নদীতে নিখোঁজ হলেন রাজা মো. আসাদউল্লাহ (৩৮) নামে এক যুবক। বাড়ি ছাড়ার ১১ দিন পর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুকে লাইভে এসে এমন কাণ্ড ঘটান তিনি।

ঘটনা বরিশালের। লাইভে রাজাকে নদীতে ঝাঁপ দিতে দেখে পরিবারকে জানায় তার ভাগ্নি। তবে কোন লঞ্চ এবং কোথায় তিনি যাচ্ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ রাজা মো. আসাদুল্লাহ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে কারী এমদাদুল্লাহর ছেলে।

এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন রাজার পরিবার।

নিখোঁজ ডায়েরি সূত্রে এবং পরিবারের লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজা পেশায় একজন মুরগির খামার ব্যবসায়ী। তার এই ব্যবসার জন্য প্রায় ছয় কোটি টাকা ধারদেনা ছিল।

সে কারণেই তিনি আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজ রাজার স্ত্রী সালমা আক্তার বলেন, ‘প্রায় ১১ দিন আগে বাড়ি থেকে বের হয় রাজা। এরপর মাঝেমধ্যে রাতের বেলা কল দিয়ে আমার সঙ্গে কথা বলতো। তবে পাওনাদারদের ভয়ে মোবাইল ফোন বেশিরভাগ সময়ই বন্ধ থাকতো।’

তিনি আরও জানান ‘হঠাৎ মঙ্গলবার রাত ১টার দিকে আমার ভাগ্নি আঁখি আমাকে জানায় তার মামা ফেসবুক লাইভে এসে নদীতে ঝাঁপ দিয়েছে। এরপর আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাইনি। তাই কোতোয়ালি মডেল থানায় নিখোঁজ জিডি করেছি।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় নিখোঁজ জিডি করেছেন রাজার স্ত্রী। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা