রামপালের ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলায় ‘এমভি জেইন’

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৩, ২১:০২
অ- অ+

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌছেছে পানামার পতাকাবাহী বানিজ্যিক জাহাজ 'এমভি জেইন'।

সোমবার বেলা ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর এ্যাংকরেজে নোঙ্গর করে জাহাজটি।

এর আগে গত ৮ আগস্ট ইন্দোনেশিয়া থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় এমভি জেইন। চট্টগ্রাম ১৯ হাজার পাঁচশ’ মেট্রিক টন কয়লা খালাস করে, অবশিষ্ট কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরে আসে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড’র সহকারী ব্যবস্থাপক (খুলনা)।

খন্দকার রিয়াজুল হক জানান, সোমবার দুপুর থেকে মোংলা বন্দরে আসা জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়েছে। চট্রগ্রাম বন্দরে খালাস করা ১৯ হাজার পাঁচশ’ মেট্রিক টন কয়লা লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে আনা হচ্ছে।

এর আগে, গত ১৩ আগস্ট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল বাণিজ্যিক জাহাজ ‘এমভি বসুন্ধরা ইমপ্রেস’।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা