সোনারগাঁয়ে টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক দগ্ধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৩, ১৬:৩৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কেনটাকি টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- টেক্সটাইল মিলের শ্রমিক মোস্তফা (৫০), আল আমিন (২৫) ও শাহিনুর (২৫)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা টেক্সটাইল মিলটির গাড়িচালক মো. শাহ আলম জানান, মিলের ভেতর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তারা তিনজন দগ্ধ হয়েছে বলে শুনেছি। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনার পর তার গাড়িতে করে দগ্ধদেরকে ঢাকায় নিয়ে আসেন।

এদিকে টেক্সটাইল মিলটির প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সোনারগাঁ মোগরাপাড়া এলাকায় তাদের মিলের পাশ দিয়েই উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার আছে। সেখান থেকেই তারা তিনজন কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তাদের তিনজনকেই ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :