সোনারগাঁয়ে টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক দগ্ধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৩, ১৬:৩৮
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কেনটাকি টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- টেক্সটাইল মিলের শ্রমিক মোস্তফা (৫০), আল আমিন (২৫) ও শাহিনুর (২৫)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা টেক্সটাইল মিলটির গাড়িচালক মো. শাহ আলম জানান, মিলের ভেতর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তারা তিনজন দগ্ধ হয়েছে বলে শুনেছি। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনার পর তার গাড়িতে করে দগ্ধদেরকে ঢাকায় নিয়ে আসেন।

এদিকে টেক্সটাইল মিলটির প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সোনারগাঁ মোগরাপাড়া এলাকায় তাদের মিলের পাশ দিয়েই উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার আছে। সেখান থেকেই তারা তিনজন কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তাদের তিনজনকেই ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা