মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করায় ঘুমন্ত অবস্থায় বোনের স্বামীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫০
ফাইল ছবি।

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করাকে কেন্দ্র করে ছোট বোনের স্বামীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে মো. শেখ রহমান (৩২) নামের এক ব্যক্তি। নিহত যুবকের নাম মো. রাসেল (২৫)।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার রশিদ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাসেলের স্ত্রীর বড় ভাই মো. শেখ রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার বোনের স্বামী রাসেল তাকে মাদক থেকে ফিরিয়ে আনতে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করান। এ নিয়ে তার ওপর প্রচণ্ড ক্ষোভ ছিল রহমানের। বিষয়টি নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার ভোরে ক্ষোভ থেকে রুদ্রপাড়া এলাকায় বসতঘরে ঘুমন্ত রাসেলের মাথায় কুড়াল দিয়ে কোপ দেন রহমান। কুড়ালটি রহমানের মাথায় দেবে আটকে যায়। অনেক চেষ্টা করেও কুড়ালটি মাথা থেকে বের করতে পারেননি পরিবারের লোকজন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় দোহার জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকার বলেন, ‘মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযুক্ত রহমান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :