‘আগামীতে আ.লীগ ক্ষমতায় এলে দেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না’

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:১১
অ- অ+

আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে দেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের অভূতপুর্ব উন্নয়নের কথা গ্রামীণ জনপদের মানুষের কাছে তুলে ধরতে বিশাল জনসভায় এ মন্তব্য করেন তিনি।

রবিবার বিকালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের ১,২,৩,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় গোপালপুর বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয় ।

জনসভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক ছাত্রনেতা মো. আব্দুল মতিন।

১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন খসরুর সভাপতিত্বে কর্মিসমাবেশে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বলাই শিমুল ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা