মুহুর্মুহু বিমান হামলায় বিধ্বস্ত গাজা

আর্ন্তজাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২৩:২৪ | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৩, ২৩:১৮

১৯টি চিকিৎসাকেন্দ্র ও ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদ যায়নি গণমাধ্যম

৭২৪ শিশুসহ ২২১৫ ফিলিস্তিনিকে হত্যা

হামাসের সঙ্গে যোগ দিতে প্রস্তুত হিজবুল্লাহ

চলমান যুদ্ধে রাশিয়ার ‘মধ্যস্থতা’ প্রস্তাব

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার মুহুর্মুহু বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ হামলা থেকে বাদ পড়ছে না আবাসিক ভবন থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, হাসপাতাল, এমনকি গণমাধ্যমের কার্যালয়ও।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ ৮ম দিনে গড়িয়েছে। শনিবারেও উভয়পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৩২০ জন। এ পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহত হয়েছে ২ হাজার ২১৫ জন, আহত ৮ হাজার ৭১৪ জন। এর মধ্যে ৭২৪ শিশু এবং ৪৫৮ জন নারী রয়েছেন। এদিকে মোট ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ আর আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন। খবর বিবিসির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে বলা হয়ছে, গত শনিবার গাজায় ইসরায়েলি বাহিনী হামলা শুরুর পর ১৯টি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগের দিন এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছিল, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি–স্বল্পতার কারণে মোট ১৩টি হাসপাতালের সব কটিতে ও অন্যান্য চিকিৎসাকেন্দ্রে আংশিক কার্যক্রম চলছে। ডব্লিউএইচওর প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০টি অ্যাম্বুলেন্সও। ওসিএইচএ জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি প্রতিষ্ঠান জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। জেনেভাভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় গণমাধ্যমের ৪৯টি কার্যালয় ধ্বংস হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানায়, বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া ফিলিস্তিন টাওয়ারে ছিল স্থানীয় পত্রিকা আল-আইয়াম–এর কার্যালয়ও। ওসিএইচএর প্রতিবেদনে বলা হয়, বিমান হামলা চালিয়ে গাজায় ১১টি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আরও সাতটি মসজিদ ও গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়া গির্জাগুলো প্রাচীন বলে জানিয়েছে ইউরো-মেড। গাজার ফিলিস্তিনিদের বোমার নিচে, ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। খাবারের টান পড়েছে, বিশুদ্ধ পানীয় জলের অভাব প্রকট হচ্ছে। সংক্রামক রোগ বিস্তারের আশঙ্কাও রয়েছে।

এদিকে ফিলিস্তিন-ইসরাইয়েল সংঘাতে উভয় পক্ষকে হতাহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া জাতিসংঘে নিযুক্ত রুশ দূত এ যুদ্ধে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার এমন প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের দল হামাস। খবর সিএনএনের। রাশিয়ার এমন প্রস্তাবের পর এ নিয়ে বিবৃতি দিয়েছে হামাস। তারা রাশিয়ার এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলছে, ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার অবিরাম প্রচেষ্টা স্বাগত।

অপরদিকে হামাসের হামলার নেতৃত্বে থাকা দুই জ্যেষ্ঠ সেনা কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। শনিবার ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরাইল এ তথ্য জানায়। ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, এদের একজনের নাম আলি কাদি। তিনি হামাসের নুখাবা কমান্ড ইউনিট পরিচালনার দায়িত্বে ছিলেন। আরেকজন সেনা কমান্ডারের নাম মুরাদ আবু মুরাদ। ইসরাইলি সেনাবাহিনী বলছে, তাদের যুদ্ধবিমান যখন হামাসের একটি অভিযানকেন্দ্রে হামলা চালায়, তখন মুরাদ আবু মুরাদ নিহত হন। তবে এ বিষয়ে হামাস কিছু জানায়নি।

দক্ষিণ লেবাননে রয়টার্সের সাংবাদিক হত্যার ঘটনা অকপটে স্বীকার করে ‘দুঃখপ্রকাশ’ করল ইসরাইল। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হন রয়টার্সের সাংবাদিক ইশাম আব্দাল্লাহ। এর পর ইসরাইলের সামরিক মুখপাত্র রিচার্ড হেচড সাংবাদিকদের বলেন, সাংবাদিক নিহতের ঘটনায় আমরা খুবই দুঃখিত। যদিও এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি ইসরাইলের সেনাবাহিনী।

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের সঙ্গে যোগ দিতে প্রস্তুত লেবাননের ইরান-সমর্থিত গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর লেবানন সীমান্তে উত্তেজনার মধ্যেই এমন হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শনিবার ইসরাইলে হামাসের হামলার জাবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর বাড়ছে ইসরায়েলি বর্বরতা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। যুদ্ধে নিষিদ্ধ সাদা ফসফরাসের মতো বোমাও ব্যবহার করা হচ্ছে। ইসরাইয়েলের আকস্মিক হামলার পর থেকেই হামাসকে সমর্থন দিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। এমনকি ইসরাইয়েলের বিভিন্ন স্থানে হামলাও চালিয়েছে হিজবুল্লাহর সদস্যরা।

প্রসঙ্গত, শনিবার সকালে হামাস ইসরায়েলের সীমান্ত বেড়া ভেঙে স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালায়। ইসরায়েলের ভূখণ্ডে পাঁচ হাজারেরও বেশি রকেট হামলা চালায় সশস্ত্র সংগঠনটি। ওই হামলার পাঁচ ঘণ্টা পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এসআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

ফের রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন মিখাইল মিশুস্টিন

ইসরায়েল সম্ভবত গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

ভারী বৃষ্টিপাতে আফগানিস্তানে আকস্মিক বন্যা, নিহত অন্তত ৬০

বিশ্ব ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে: মাহমুদ আব্বাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :