চাঁদপুরে নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৪ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৪, ২০:০৫
অ- অ+

চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে মাছ ধরায় ১৪ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা এবং দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন-চাঁন্দু ভুঁইয়া (২৫), সুরুজ ভুঁইয়া (২৮), ইকবাল ভুঁইয়া (১৯), ইয়াছিন ছৈয়াল (২২), মো. ইব্রাহিম খলিল (২০), জলিল সিকদার (৬০), শাহজাহান খাঁন (৬২), নুর ইসলাম কবিরাজ (৩৮), মহন হাওলাদার (২৭), ফারুক মিয়া (২৩), মান্নান খাঁন (৬৫), রমজান শেখ (২৫), জহির কবিরাজ (১৩) রিয়াদ (১৩)

এসব জেলেদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ওসি কামরুজ্জামান বলেন, আজ সকাল সোয়া ৮টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসাইন সঙ্গীয় ফোর্স মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে মাছ ধরা অবস্থায় এসব জেলেদের আটক করেছে। সময় জেলেদের সঙ্গে থাকা দুই হাজার ২শমিটার নিষিদ্ধ কারেন্টজাল ৩টি মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক জেলেদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইন থানায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বাকি দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং নৌকাগুলো মামলার আলামত হিসেবে থানা হেফাজতে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোরবানির পশুর হাট সড়কে বসানো যাবে না
ট্রাম্পের যে কৌশলে থেমে যায় পাকিস্তান-ভারত যুদ্ধ
সোনার দাম আবারও কমলো, ভরি ১৬৭৬২৩ টাকা
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪০ হাজার ৬০৮ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা