পাবিপ্রবিতে হয়রানির অভিযোগে বিচার চেয়ে খাদেমের আবেদন

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৩, ২৩:০২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের খাদেম রাসেল আহমেদ যৌন হয়রানি ও ইভটিজিংয়ের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর একটি লিখিত আবেদন করেছেন বলে খবর পাওয়া গেছে।

আবেদন সূত্রে জানা যায়, খাদেম রাসেল আহমেদ সপরিবারে তার ব্যক্তিগত কাজে গত ১২ অক্টোবর পাবনা জেলা পরিষদের যান। কাজ শেষ করে রাসেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে বাথরুমে যাওয়ার জন্য তার স্ত্রী ও সন্তানদেরকে বারান্দায় দাঁড় করিয়ে রাখেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তরের অফিস সহকারী আহসান হাবিব রুমি খাদেমের স্ত্রীকে দেখে এগিয়ে আসে এবং তার কাছ থেকে মোবাইল নাম্বার ও ফেসবুক একাউন্ট চান। খাদেমের স্ত্রী দিতে অস্বীকার জানালে তার সঙ্গে অশোভন আচরণ করেন আহসান হাবিব রুমি। পরে খাদেম ফিরে এসে আহসান হাবিব রুমি জিজ্ঞেস করে আপনি বিশ্ববিদ্যালয়ের কোন দপ্তরে কাজ করেন, উত্তরে সে বলে আমি ফার্মেসি বিভাগে কাজ করি এ কথা বলেই আহসান হাবিব ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় মসজিদের খাদেম রাসেল আহমেদ আহসান হাবিব রুমির এই আচরণের সুষ্ঠু বিচার চেয়ে রেজিষ্ট্রার বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

এ বিষয়ে রেজিস্টারের মুঠোফোনে ফোন দিলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :