মাদারীপুরে কৃষকের ঘরে অগ্নিসংযোগ, পুড়লো গোলার ধান, লুট হলো ৮টি ছাগল

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৪, ১৮:৪৫
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে জয়নাল আবেদীন সরদার (৪৬) নামে এক কৃষকের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরের ভেতর থেকে নগদ ৫ হাজার টাকা ও ৮টি ছাগলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। এতে পুড়ে গেছে কৃষকের গোলার ধান।

এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

শুক্রবার ভোররাতে উপজেলার সাহেবরামপুর এলাকার ক্ষুদ্রচর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কৃষক জয়নাল আবেদীন সরদার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে রাত ৪টার দিকে একদল দুর্বৃত্ত তার ঘরের ভেতর থেকে ৮টি ছাগল, নগদ ৫ হাজার টাকা ও দুইটি পানির পাম্প লুট করে। তারা চলে যাওয়ার সময় ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে করে বসত ঘরে থাকা ২০ মন ধান, ৫ মন শরিষা ও ১০ মন ডাল পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী জয়নাল আবেদীন সরদার কান্না জড়িত কণ্ঠে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে আমার বসতঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই করে দিয়ে গেছে। আমার ছাগলগুলোসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমি পালিয়ে বেচে গেছি। আমি এ ঘনায় প্রশাসনের কাছে বিচার দাবি করছি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মামুন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা