হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন পোশাক শ্রমিক

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৪, ১৮:০৭
অ- অ+

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রফিকুল আকন্দ সালমা বেগম দম্পতির ছেলে হজরত আলী (২২) এই দম্পতির স্বপ্ন ছিল- একমাত্র ছেলেকে বিয়ে করাবেন হেলিকপ্টারে চড়িয়ে। তাদের সেই স্বপ্ন বাস্তবায়িতও হয়েছে। মা-বাবারর সেই স্বপ্নপূরণ করলেন হজরত আলী। পেশায় যিনি একজন পোশাক শ্রমিক।

শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (পূর্বপাড়া) গ্রামের এনামুল হক শেফালি বেগম দম্পতির মেয়ে রেফা মনিকে (১৮) বিয়ে করেন হজরত আলী।

হজরত আলী একই উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য বুজরুক জামালপুর গ্রামের রফিকুল আকন্দের ছেলে। পেশায় ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছেন।

জানা যায়, রফিকুল আকন্দ সালমা বেগম দম্পতির একমাত্র ছেলে হজরত আলী। তার জন্মের পর থেকে মা-বাবা স্বপ্ন বুনেন ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন।

মা-বাবার স্বপ্ন পূরণ করতে শুক্রবার বিকালে হেলিকপ্টারে চড়ে কিলোমিটার দূরে কনের বাড়িতে বিয়ে করতে যান হজরত আলী। এসময় বর কনের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

এদিকে হেলিকপ্টার চড়ে বর আসায় খুশি মেয়ের বাবা এনামুল হক মা শেফালি বেগম। তারা বলেন, আমরা গর্বিত যে, জামাই হেলিকপ্টারে চড়ে আমাদের মেয়েকে নিতে এসেছে। যৌতুকবিহীন এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানালেন এই দম্পতি।

বিষয়ে বরের বাবা রফিকুল আকন্দ মা সালমা বেগম জানান, হজরত আলী আমাদের একমাত্র ছেলে। আমাদের আর কোনো সন্তান নেই। ছেলেকে হেলিকপ্টার যোগে বিয়ে করানোয় স্বপ্ন ছিল আমাদের। আজ সেই স্বপ্ন পূরণ হলো। আল্লাহর কাছে আমাদের আর কোনো চাওয়া নেই।

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ
চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ ঢাকায় গ্রেপ্তার
পাওনা টাকার জন্যে মারধর: বিষপানে যুবকের মৃত্যু, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ 
সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা