কুয়াকাটায় পৌর ছাত্রলীগের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
  প্রকাশিত : ০৩ মে ২০২৪, ১৯:৫০
অ- অ+

পটুয়াখালীর কুয়াকাটায় তীব্র দাবদাহে তৃষ্ণার্ত হওয়া পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে পৌর ছাত্রলীগ।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপির পক্ষ থেকে গতকাল শুক্রবার বেলা ১১টায় পৌর শহরসহ কুয়াকাটা-ঢাকা মহাসড়কে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

প্রচণ্ড তাপদাহে তৃষ্ণার্ত পথচারী, পর্যটক ও শ্রমিকদের মাঝে এসব খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

এ সময় কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু, বায়জীদ ও আরিফ বিল্লাহসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২ মে) বিকালে মৎস্য বন্দর মহিপুর থানা ছাত্রলীগ নেতা ও মহিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ খান, সাধারণ সম্পাদক রুবেল হাসান,মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাওলাদার ও মহিবুল্লাহ পাটোয়ারীসহ ছাত্রলীগ নেতাকর্মীরা পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এ সময় প্রায় ৬ হাজার পথচারী, পর্যটক ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

একই দিন বিকালে মৎস্য বন্দর মহিপুর থানা ও কলাপাড়ায় খাবার পানি ও স্যালাইন বিতরণ করে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা