কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের নির্বাচন প্রত্যাখ্যান করে প্রতিবাদ সভা করেছে বিএনপি।
দলটির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শুক্রবার বিকালে উপজেলার কালীগঞ্জ পৌরসভার সোনালী ব্যাংকের মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নির্বাচন বর্জন করতে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
ব্যাংকের মোড়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, সাবেক সাংগঠনিক মনিরুজ্জামান খান লাভলু, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
সভা শেষে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। পরে তুমুলিয়া ইউনিয়নের সোম বাজারে নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত আরেকটি সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি রফিজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব ও তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সেরু মেম্বার।
প্রতিবাদ মিছিলে ও সভায় অংশগ্রহণ করেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রাব্বিল আহমেদ, বিএনপি নেতা খোরশেদ আলম কাজল, আলাউদ্দিন ফরাজী, মামুনুর রশীদ মামুন, পৌর যুবদলের আহ্বায়ক কায়েস ইসলাম, সদস্য সচিব রাশেদুল হাসান রিপন, নাগরী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মোফাসহ গাজীপুর জেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/পিএস)