নারায়ণগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৩, ১৭:২৪
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করছে র‍্যাব-১১। রবিবার রাতে সোনারগাঁওয়ের তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকালে র‍্যাব-১১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামি একই থানার আমির হোসেনের ছেলে আশরাফুল (২০)।

র‍্যাব জানায়, ধর্ষণের শিকার শিশু একজন বুদ্ধি প্রতিবন্ধী। উক্ত আসামি ভিকটিমের নিকট আত্মীয় হন। উভয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায় সময় আসা-যাওয়া হতো তার। একপর্যায়ে গেল ১১ অক্টোবর সকালে ভিকটিমের মা তাদের বসবাসরত ঘরের পাশে কাজ করাকালীন সময়ে শিশুটিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে আশরাফুল। ওইসময় শিশুটির ডাক চিৎকারে তার মা ঘরে চলে আসলে আসামি দ্রুত স্থান ত্যাগ করে।

পরবর্তীতে ১২ অক্টোবর ভিকটিমের ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে ওই ধর্ষক আশরাফুল কৌশলে আত্মগোপনে চলে যান। রবিবার গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে র‍্যাব পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্যে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব।

(ঢাকা টাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলি
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা