নয়াপল্টন ছাড়া অন্য কোথাও সমাবেশ করবে না বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৩, ১৭:৩১

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নয়াপল্টনে আমরা মহাসমাবেশ করবো। প্রস্তুতি শেষ করেছি। গত কয়েক মাসে আমরা একাধিক বড় সমাবেশ এখানে করেছি। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তাই অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই।’

বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে রিজভী এ কথা বলেন।

গত ১৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এরপর নয়াপল্টনে মহাসমাবেশ করতে পুলিশের কাছে লিখিত আবেদন করা হয়েছে দলটির পক্ষ থেকে। অবশ্য বিএনপি মহাসচিব দাবি করেছেন, অনুমতি নয় পুলিশকে তারা মহাসমাবেশের কথা অবহিত করেছেন।

এদিকে বুধবার ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির আবেদন এখনো যাচাই-বাছাই চলছে। দলটিকে যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই সমাবেশ করতে হবে। দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের একথা বলেন।

এই পুলিশ কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে সমাবেশ করবে না দিলেও নয়াপল্টনে করবে- বিএনপি মহাসচিবের এমন ঘোষণার ব্যাপারে। জবাবে তিনি বলেন, ‘আমার আইনি কাঠামোর মধ্যে থেকে কথা বলতে হবে। কারও বক্তব্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে।

কর্মকর্তার নাম উল্লেখ না করে রিজভী সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি কিভাবে কোথায় হবে তাও পুলিশের ছাড়পত্রের ওপর নির্ভর করছে। এটা সম্পূর্ণ একটা পুলিশি রাষ্ট্রের যে চেহারা থাকে সেটাই আমরা দেখছি। প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ নেতারা বিএনপিকে নিয়ে যেভাবে ধমক দিয়ে, হত্যার হুমকি দিয়ে কথা বলছেন পুলিশও একইভাবে কথা বলছে।

বিএনপি বিশৃঙ্খলতা করবে না এমন আশ্বাস দিয়ে তিনি বলেন, নয়াপল্টনে মহাসমাবেশে বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা আসবেন। তারা বিশৃঙ্খল হলে আমাদের বয়স্ক, নারী নেতাকর্মী যারা আছেন তারা কিভাবে আসবেন? আমরা নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আওয়াজ পাচ্ছি। তাই এই সমাবেশ নিরাপদ ও শান্তিপূর্ণ করার বড় দায়িত্ব তো বিএনপির।

সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলে রিজভী বলেন, পুলিশ কিভাবে কোথায় সমাবেশ হবে তা ঠিক করে দিচ্ছে। ঢাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে। নেতাদের বাসায় না পেলে পরিবারের সদস্যদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। উঠিয়ে নিয়ে আসা হচ্ছে। এ কেমন অবস্থা?

নয়াপল্টনে ২৮অক্টোরব ঐতিহাসিক সমাবেশ হবে এমন দাবি করে রিজভী বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। মানুষ ছুটে আসছে। এই সমাবেশ শেষ করে তারা নিজ নিজ এলাকায় অবস্থান করবে। দলের পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করবে।

এসময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে তিন বছরের সাজা দেয়ার নিন্দা জানিয়ে রিজভী বলেন, এভাবেই হচ্ছে। আমাদের সম্ভাবনাময়, নেতাকর্মীদের উদ্দীপ্ত করতে পারেন এমন নেতাদের সাজা দেয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক, নির্বাহী কমিটির সদস্য কাজী সায়েদুল আলম বাবুল, তারিকুল আলম তেনজিং, আব্দুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে: রিজভী

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

এই বিভাগের সব খবর

শিরোনাম :