রংপুরে বিএনপি কার্যালয়ের পেছন থেকে ৯ পেট্রোল বোমা উদ্ধার
রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৩, ১৫:৩৫| আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৬:৩৪

হরতাল চলাকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড় এলাকায় বিএনপি কার্যালয়ের পাশ থেকে ৯টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
রংপুর মহানগর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, কে বা কারা একটি শপিংব্যাগে বিএনপি কার্যালয়ের পাশে বোমাগুলো রেখে যান। পরে সন্দেহ হলে ব্যাগের ভেতর থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন