অবরোধের শেষ দিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যান চলাচল, বন্ধ দূরপাল্লার বাস

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৩, ১১:২৩
অ- অ+

বিএনপি ও জামায়াতে ইসলামীর এক দফা দাবি আদায়ের তৃতীয় বারের সর্বাত্মক অবরোধ কর্মসূচির শেষের দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঞ্চলিক গণপরিবহনের চাপ অনেকটাই বেড়েছে। তবে আজও দূরপাল্লার বাস বন্ধ থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, সানারপাড় ও শিমরাইল মোড় গিয়ে এমন দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কে সকাল থেকেই যানবাহনের সংখ্যা অন্যান্য অবরোধের দিনগুলোর তুলনায় অনেকটা বেড়েছে। এর ফলে পরিবহন চালক ও যাত্রীরা নির্বিঘ্নে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পাড়ছেন। তবে পরিবহনের সংখ্যা বাড়লেও যাত্রী সংকট লক্ষ্য করা গেছে। চালকদের যাত্রীর জন্য দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে।

নগর পরিবহনের এক চালক বলেন, অবরোধের দিনগুলোতে তাদের কাউন্টার বন্ধ থাকার নির্দেশ রয়েছে। তবে আজ লোকাল বাসের মতো করে যাত্রী ওঠানামা করে সড়কে চলাচল করছে তারা। যেখানে বাসের জন্যে যাত্রীরা অপেক্ষা করতেন সেখানে তারা স্ট্যান্ডে যাত্রীর জন্যে দাঁড়িয়ে থাকছে।

মনজিল পরিবহনের এক হেলপার জানান, আজ গাড়ির চাপ বেশি লক্ষ্য করায় তারাও বের হয়েছে। কিন্তু যাত্রী সংকটে দীর্ঘক্ষণ বিভিন্ন স্ট্যান্ডে অপেক্ষা করা লাগছে।

যুব কল্যাণ গাড়ির এক চালক জানিয়েছেন, সকালে বের হয়ে এখন পর্যন্ত একটি ট্রিপও মারেননি তিনি। তাই সাইনবোর্ডের পরের অংশের অবস্থা বলতে পারছেন না। পরিস্থিতি যেমনই হোক না কেনো জীবিকানির্বাহের জন্যে সড়কে গাড়ি চালানো প্রয়োজন তাদের।

কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, আজ সড়কে অন্যান্য দিনের তুলনায় পরিবহনের চাপ অনেকটা বেশি। তবে দূরপাল্লার বাস বন্ধের সঠিক কারণ জানা নেই। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণের নিরাপত্তার জন্যে সড়ক অবস্থান করছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, যেকোনো নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। যান চলাচল এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা কাজ করছি। মানুষজন সকাল থেকে সবাই যার যার গন্তব্যস্থলে যেতে পারছে।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা