চলছে আঞ্চলিক পরিবহন, দূরপাল্লার বাসের কাউন্টার খোলা, যাত্রী নেই

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৩, ১৪:৪৫

এক দফা দাবি আদায়ে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ ধাপের অবরোধ কর্মসূচির প্রথমদিন পালিত হচ্ছে আজ। অবরোধের প্রথম দিন অনেকটা আতঙ্কিত ছিলেন সাধারণ মানুষ ও পরিবহন মালিকরা।

রবিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঞ্চলিক পরিবহনের চলাচল চোখে পড়লেও দূরপাল্লার বাসের দেখা মেলেনি। বাসগুলোর কাউন্টার খোলা থাকলেও যাত্রী ছিল না।

সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড ও শিমরাইল বাসস্ট্যান্ডে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

অবরোধের সমর্থনে রাস্তায় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের দেখা না গেলেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ভয়ে বের হয়নি দূরপাল্লার বাস। ফলে কাউন্টারে যাত্রীহীন অলস সময় পার করছেন কাউন্টারের কর্মচারীরা।

যাত্রী সংকট ছিল আঞ্চলিক পরিবহনগুলোতেও। ফলে দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে তাদের।

হিমালয় পরিবহনের এক চালক বলেন, যাত্রী না থাকায় অনেকক্ষণ যাবত বসে আছি।

কোমল মিনিবাসের চালক বলেন, সিরিয়াল অনুযায়ী তাদের গাড়ি ছাড়তে হয়। কিন্ত আজ যাত্রী কম থাকায় দেরি হচ্ছে।

এদিকে যাত্রী না থাকলেও উপরের নির্দেশে কাউন্টার খুলেছেন বলে জানিয়েছেন কাউন্টার মালিকরা।

কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণের নিরাপত্তার জন্য সকাল থেকেই সড়কে অবস্থান করছে।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/পিএস/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :