লক্ষ্মীপুরে ১২ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন ইউপি চেয়ারম্যান
লক্ষ্মীপুরে ১২ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রত্যেককে একটি করে অটোরিকশা প্রদান করে কর্মসংস্থান সৃষ্টি করে দেন তিনি। চেয়ারম্যান নজরুল ইসলাম সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক।
সোমবার বিকালে তিনি কর্মহীনদের মাঝে অটোরিকশাগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সবুজ বাংলাদেশের সভাপতি মো. শাহিন আলম, মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শংকর মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অটোরিকশা পেয়ে কামাল হোসেন বলেন, আমরা খুবই খুশি। এখন সংসার চালাতে কষ্ট হবে না। পরিবার নিয়ে ডাল ভাত খেতে পারবো। এছাড়া আমাদের আয়ের একটি অংশ সঞ্চয়ের জন্য রাখতে বলেছেন চেয়ারম্যা।
১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, আমাদের পারিবারিক উদ্যোগে ১২জনের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অটোরিকশা প্রদান করেছি। এর আগে ১০ জনের মাঝে অটোরিকশা প্রদান করা হয়েছে। আমাদের ক্ষুদ্র প্রয়াসে যদি একটি পরিবার ভালো থাকে এতেই আমাদের স্বার্থকতা।
(ঢাকাটাইমস/২১ নভেম্বর/ইএইচ)