তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না এলডিপি: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৩, ১৭:৪৮

ভাগাভাগির কোনো নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অংশ নেবে না জানিয়ে দলের প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করবে না এলডিপি।

তিনি বলেন, ভাগাভাগির কোনো নির্বাচনে এলডিপি যাবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে সে নিবাচনে যাবে এলডিপি। দেশ সংকটের মধ্যে যাচ্ছে, কিছু মানুষ গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাচ্ছে কোরবানির পশুর মতো। আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করবে না এলডিপি। বেইমানি করবে না তারা। মুনাফেকি করবে না। মন্ত্রী এমপি হওয়ার জন্য এলডিপি রাজনীতি করে না। দেশের জন্য এলডিপি রাজনীতি করে। মানুষের জন্য কাজ করতে চায় এলডিপি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এলডিপি নির্বাচনে যাবে না।

শুক্রবার বিকালে মগবাজার গুলফেশা টাওয়ারে দলের নতুন কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অলি বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ডলার সঙ্কটের মাঝে কোনো ভাগাভাগির নির্বাচনে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থাকে সমর্থন দিতে চায়না এলডিপি। পরের প্রজন্মের কাছে জবাবদিহিতা রাখতে চায় তারা। বিএনপির পরবর্তি কর্মসূচিগুলোতে সঙ্গে থাকবে এলডিপি।

উত্তেজনামূলক কোনো স্লোগান বা কাজে দলীয় কর্মীদের অংশ না নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, যে পরিস্থিতিতে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তাতে গরু ছাগলের মত অংশ নেবেনা এলডিপি। এ ধরনের পাতানো নির্বাচনে, লোভ লালসার নির্বাচনে অংশ নেবেনা এলডিপি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না এলডিপি।

কর্নেল অলি নির্বাচনে যাচ্ছেন এমন রিউমার (গুজব) যারা ছড়ায় তারা মানুষের বাচ্চা নয়, জানোয়ারের বাচ্চা। আল্লাহর শাস্তি তাদের জন্য অবধারিত।

সহকর্মীদের মুক্তি না দেয়া পর্যন্ত নির্বাচন যাবে না এলডিপি। পাঁচ-ছয় যায়গা থেকে আহ্বান (চাপ) এসেছিলো নির্বাচনে আসার জন্য, কিন্তু একটাই কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না এলডিপি৷ এলডিপি আগের স্থানেই আছে থাকবে।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

হেফাজতের সাবেক নেতা মামুনুল হক কারামুক্ত

উপজেলা নির্বাচন: বহিষ্কার আমলে নিচ্ছেন না বিএনপি নেতারা, প্রার্থীদের পক্ষে মাঠে তৃণমূল

‘সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে এবং শিগগির স্বৈরতান্ত্রিক সরকারের পতন’

এই বিভাগের সব খবর

শিরোনাম :