আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

স্পোর্টস ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৭ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:২৭

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এক্সবার্তায় (সাবেক টুইটার) তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার এখনই সময়। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে অনেকবার ভেবেছি। এরপর এ সিদ্ধান্ত নিয়েছি। অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’

পিসিবি, দলের নির্বাচক প্যানেল ও বর্তমান দলকেও শুভকামনা জানিয়েছেন ইমাদ। তিনি বলেন, ‘আমার কাছে প্রতিটি ম্যাচই ছিলো স্বপ্নের মতো। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১টি ম্যাচ খেলেছি। পাকিস্তান ক্রিকেটের সামনে রোমাঞ্চের দিন আসছে। কোচ, নির্বাচক প্যানেলসহ পুরো দলকেই শুভকামনা। দলের সাফল্য ও উন্নতি দেখতে মুখিয়ে আছি।

এরআগে ইমাদের অভিষেক হয় ২০১৫ সালের লাহোরে। নিজের দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। এবছরই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় তার।

মোট ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইমাদ। নিয়েছেন ৬৫টি উইকেট। এর পাশাপাশি দলের প্রয়োজনে করেছেন ৪৮৬ রান। ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের নাম্বার ওয়ান বোলার। এছাড়া ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তাঁর। ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও।

ইমাদের খেলার সুযোগ হয়নি ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া এবারের ওয়ানডে বিশ্বকাপেও। এছাড়াও ২০১৬ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন ইমাদ। মূলত এরপর থেকেই দলের বাইরে তিনি।

অনেকের মতে কদিন আগে দলের সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেয়া বাবর আজমের তুখোর সমালোচক ছিলেন ইমাদ ওয়াসিম। অভিযোগ করেছেন বাবরের বিরুদ্ধে স্বজনপ্রীতির। যদিও ভক্তরা ভেবেছিলো বাবর নেতৃত্বে ছেড়ে দেয়ার পর ইমাদ হয়তো দলে ফিরবেন। কিন্তু সেই সুযোগ আর দেননি তিনি। বিদায় হলো পাকিস্তানের ক্রিকেট থেকে আরেক অলরাউন্ডারের।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেডএম/এআর)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি আসর খেলার রেকর্ড সাকিব-রোহিত শর্মার

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :