বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বাগেরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৪, ১৩:৩৩| আপডেট : ১৫ মে ২০২৪, ১৪:০৮
অ- অ+

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় সুহেল হাওলাদার (৪৩) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুহেল হাওলাদার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপে করে রাজশাহী থেকে আম নিয়ে আসার পথে খুলনা-মাওয়া মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় হ্যামকো ফ্যাক্টরির সামনে পিকআপটি বিকল হয়ে যায়। আম ব্যবসায়ী সুহেল হাওলাদার সড়কে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ সময় দ্রুতগতির একটি ট্রাক সুহেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

(ঢাকা টাইমস/১৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা